চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক প্রবাসী বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার রাত দেড়টা দিকে উপজেলার আহাম্মদাবা ইউনিয়নের সুকদেবপুর গ্রামের করিম ভূইয়ার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। জানা যায়, ওই দিন রাতে সংবদ্ধ ডাকাতরা প্রবাসীর ঘরের রান্না ঘরের প্লাস্টিকের টিন ভেঙ্গে ঘরে প্র্রবেশ করে। ডাকাত প্রবাসী মা-বাবা, ভাই বোনসহ ঘরে থাকা সবাইকে হাত বেধে জিম্ম করে ডাকাতি শুরু করে। ডাকাত নগদ দেড় লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই চুনারুঘাট থানার এসআই সেলিম উদ্দিন ঘটনস্থলে যান। তিনি জানান পরিদর্শন করেছি এখন তদন্ত চলছে। এখনও নিশ্চত না চুরি কিংবা ডাকাতি সংঘটিত হয়েছে কি না। জিজ্ঞাসাবাদে জানা যাবে। পরিবারে লোকজন জানান পূর্ব শক্রতার জের ধরেই এ ধরণে ডাকাতি ঘটনা ঘটতে পারে।