প্রেস বিজ্ঞপ্তি ॥ মাওলান আশরাফ আলীকে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে দেবপাড়া ইউপি’র ৭নং ওয়ার্ডের উত্তর দেবপাড়া গ্রামবাসী। গত ১০ ফেব্র“য়ারী রাত ৯ টায় স্থানীয় প্রাইমারী স্কুলের সামনে শতাধিক লোকের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রামের সিনিয়র মুরব্বী ও প্রতিথ যশা হাড়জোড়া চিকিৎসক কাজী আহমদ হোসেন। সভায় প্রার্থী মাওলানা আশরাফ আলী আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য এলাকার সর্বস্তরের জনগণের কাছে আন্তরিক সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভায় উপস্থিত মুরুব্বীগণ নিজ নিজ বক্তব্যে মাওলানা আশরাফ আলীকে পুর্ণ সমর্থন ব্যক্ত করেন। সভায় পঞ্চায়াতের মুরব্বীগণ একমত পোষন করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে মাওলানা আশরাফ আলীকে বিজয়ী করার প্রত্যয় বক্ত করেন। সভায় বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরুব্বী আবুল হাশেম, মানিক উল্ল্যা, ক্বারী আঃ নূর, মাওঃ আব্দুল কদ্দুছ, সুন্দর আলী, ইউপি মেম্বার আঃ মুহিত মুসা, আঃ মজিদ, আব্দুল মুকিত আজাদ, নুরুল ইসলাম, হরিন্দ্র চন্দ্র পাল, আশিক মিয়া, আব্দু মিয়া, চান মিয়া, ফখরুল ইসলাম, ছাত্রনেতা জাকারিয়া প্রমূখ। পরিশেষে সভাপতির বক্তব্যে কাজী আহমদ হোসেন দলমত নির্বিশেষে মাওলানা আশরাফ আলীর পক্ষে কাজ করার আহ্বান জানান।