চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার প্রত্যয় উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহযোগীতায় “ঊহংঁৎরহম ঊভভবপঃরাব খবমধষ অরফ ঝঁঢ়ঢ়ড়ৎঃ ঝবৎারপব আইন সহায়তা নিশ্চিতকরণ প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন পরিষদে এক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার কমিউনিটি ফেসিলেটেটর ও নিশান সোসাইটির নিবার্হী পরিচালক মোঃ মঈন উদ্দিন, দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছন্নাহার বেগম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রঞ্জু কানু, মোঃ খোরশেদ আলী, সদস্য বিবেকানন্দ ভৌমিক বিভু, মোঃ জসিম উদ্দিন, মাসুদ আহমেদ,। সভাপতির বক্তব্যে শামছন্নাহার বলেন গরীব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়, তার প্রচার তৃনমূল পর্যায়ে আন্তরীক ভাবে প্রচার না করলে বঞ্চিত জনগণ তাদের অধিকার সম্পর্কে জানবেনা। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোছাঃ শাফিয়া খাতুন, লক্ষ্মী চরন বাক্তি, বদরুল কামাল আজাদ (হিরন), শেফালী রানী দাস, মোছাঃ আলেয়া খাতুন, বিদ্যুৎ পাল, শফিকুর রহমান, মোছাঃ কামরুন্নেছা, শিবু বাক্তি, মোঃ মাসুদ রানা ও মোঃ শাহ আলম প্রমূখ।