অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার দূগাপুর বাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত মধ্যেরাতে দূগাপুর বাজারে এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে উত্তম মধ্যম দিয়েছে জনতা। আটককৃত ব্যক্তি বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের মৃত কদর আলির ছেলে মোজাহিদ (৩০)। সকাল ১০টায় পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামানের নেত্বেতে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছেন আহত চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।