স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দক্ষিণ মাহমুদাবাদ শাহজালাল মসজিদের নিকট সরকারি জমি দখল করে দেয়াল নির্মাণ করছে একটি প্রভাবশালী মহল। এ নিয়ে যে কোন সময় ওই চক্রের সাথে সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
এ ব্যাপারে এলাকাবাসি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ওই এলাকার সাবেক সরকারি কর্মচারি আব্দুল গফুর সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণের চেষ্টা করছেন। ফলে ওই এলাকায় যানবাহন প্রবেশ করতে সমস্যা হচ্ছে। এলাকাবাসি বারবার নিষেধ করার পরও তিনি তাদের কথা কর্ণপাত করছেন না। উপরন্তু তিনি দেয়াল নির্মাণ চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে তাকে নোটিশও করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করা হচ্ছে।