স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে সফররত হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, পিছিয়ে পড়া হবিগঞ্জ এখন আর পিছিয়ে নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশের ন্যায় হবিগঞ্জ এখন এক উন্নয়নের মাইল-ফলক।
তিনি বলেন, টানা দুইবারের আওয়ামী লীগের আমলে হবিগঞ্জে অতীতের সকল অনোন্নয়নের গ্লানি মুঁছে ঘুরে দাঁড়িয়েছে। মাইলের পর মাইল শতশত শিল্প কারখানাগুলো হবিগঞ্জকে বিনিয়োগের এক নির্ভরযোগ্য স্থানে পরিণত করেছে।
তিনি গতকাল সন্ধায় নিউইয়র্কের জ্যাক্সন হাইট্সের একটি হলরুমে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি যথাক্রমে সৈয়দ বসারত আলী, আক্তার হোসেন, লুৎফুর করিম, উপদেষ্টা ডাক্তার মাসুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, নিউইয়র্ক মহা-নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী, নিউইয়র্ক স্ট্রীট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুর রহমান আতিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনসারী, এডভোকেট নাসির উদ্দিন, জকি উদ্দিন চৌধুরী, ইব্রাহিম খলিল বার ভূইয়া রিজু, শফি উদ্দিন তালুকদার, আশিকুর রহমান, দেওয়ান বজলু চৌধুরী, সুফিয়ান খাঁন, মোহাম্মদ গাফ্ফার আহমেদ, দিলীপ কুমার বনিক, এডভোকেট মিহির পাল চৌধুরী, কেরামত আলী, আমির ফারুক, শেখ জামাল হোসাইন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শিমুল হাসানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও নিউজ ম্যাগাজিন দিনবদলের প্রধান সম্পাদক সেলিম আজাদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব আহমেদ শাকিব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জায়েদুল মোহিত খাঁন, আবু সাঈদ চৌধুরী কুটি, মিয়া মোঃ আছকির, সৈয়দ আব্দাল হোসাইন, আব্দুল ওয়াহেদ, কুণা সিন্ধু রায়, মঞ্জুর চৌধুরী, মোঃ আবুল কালাম, সুকান্ত দাশ হরে, মোশাররফ হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান, সৈয়দ নোমান, সাদেকুর রহমান প্রমূখ। সভায় দেশ ও প্রবাসের মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখায় সমিতির পক্ষ থেকে ও প্রধান অতিথির মাধ্যমে যে সকল বিশিষ্ট ব্যাক্তিদেরকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। তারা হলেন-ওয়াছি চৌধুরী, মহিবুর রহমান বার-ভূঁইয়া, মীর আব্দুল লতিফ দরবেশ, আজদু মিয়া তালুকদার, মোস্তফা কামাল সংগ্রাম, আব্দুল ওয়াহেদ।