স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পার্শ্ববর্তী অষ্টগ্রামের খয়েরপুর গ্রামে বিষাক্রান্ত অবস্থায় সীমা আক্তার (২৩) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে বিষাক্রান্ত ওই গৃহবধু মারা যায়। সে ওই গ্রামের আতাউর রহমানের স্ত্রী। গতকাল দুপুরের দিকে সীমা পারিবারিক কলহের জের ধরে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।