স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। সাথে রয়েছেন তার স্ত্রী আলহাজ্ব ফারহানা হেপী গউছ। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশত্যাগ করেন। পবিত্র মক্কা মদিনায় ১৫ দিন অবস্থানের পর তিনি দেশে ফিরবেন। এ জন্য তিনি হবিগঞ্জবাসীর দোয়া কামনা করেছেন।