মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকারী কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র হর্ষিত সাহাকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) তাহমিনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নূর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান। সহকারী শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান জুনায়েদ, হবিগঞ্জ সদর রিসোর্স কর্মকর্তা আবুল কালাম, মাধবপুর উপজেলা রিসোর্স কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিফাত আরা প্রমুখ। এছাড়া স্থানীয় উদ্যোগে ৪০টি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ নির্মাণ ও ইংলিশ ইন একশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।