রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ আখাউড়া-সিলেট রেল-লাইনের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে মাসুদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ফকরুল ইসলাম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। মাসুদ মিয়া ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
থানার পরিদর্শক তদন্ত মোঃ সাজেদুল ইসলাম পলাশ জানান, সকালে ওই এলাকায় একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানাকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। মাসুদের স্ত্রী ইয়াসমিন আক্তার উদ্ধারকৃত লাশ দেখে তার স্বামীর বলে চিহিৃত করে।
নিহত মাসুদের স্ত্রী পুলিশকে জানায় সোমবার সন্ধ্যায় মাসুদকে ৩/৪ বন্ধু বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু রাত ১০টার পর থেকেই মাসুদের মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খুজাখুজি করে তাকে পাওয়া যায়নি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন রিপন পিপিএম জানান, ধারনা করা হচ্ছে তাকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।