প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রয়াত মাহমুদ চৌধুরীর শোক সভা উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির শেরপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব এমরান মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদ ও নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি হাজী আব্দুর জব্বার, জেলা জাতীয় পার্টি নেতা শেখ শামসুল ইসলাম, মোঃ সরওয়ার শিকদার, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী সিরাজ মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হাজী সিরাজ উদ্দিন, করগাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াওর মিয়া, কালিয়ারভাঙ্গার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, পানিউমদা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক কর্পোরাল (অবঃ) লুৎফুর রহমান, গজনাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক নুরুল হক তুহিন, আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব খালিছ মিয়া, জেলা কৃষক পার্টি যুগ্ম আহ্বায়ক কমান্ডার আব্দুল খালিক, জাপা নেতা মোঃ আলা উদ্দিন, লেবু মিয়া, উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), যুগ্ম আহ্বায়ক নাজমুল খান, মুজাহিদুল ইসলাম শাহিন, আহমদ রেজা, যুবনেতা আব্দুল হান্নান চৌধুরী, মিলাদ হোসেন সুমন, নাসির চৌধুরী, তোফায়েল আহমদ ছায়েদ, আব্দুল হাই, রনজু দেব, ছালেহ আহমদ, ফরহাদ আহমেদ ফুল, সাইফুল ইসলাম, আব্দুল কাহার, শামিম আহমদ চৌধুরী, নুর মিয়া, নিউটন সুত্রধর, হাফেজ মিনহাজ আহমদ, রোমান আহমদ, আবু তাহের তালুকদার, শাহিন আহমদ, আব্দুল মালিক খান, ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন চৌধুরী, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু, যুগ্ম আহ্বায়ক মৌলদ হোসেন, মুহাইমিনুল ইসলাম জীবন, আমীর আলী, রাসেল আহমেদ, কলেজ ছাত্রসমাজ নেতা আনোয়ার আহমেদ আমীন, ছাত্রসমাজ নেতা মিন্টু দাশ প্রমুখ। সভায় আগামী ২২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় নবীগঞ্জ নতুন বাজার আব্দুল মতিন স্কয়ারে প্রয়াত মাহমুদ চৌধুরীর শোক সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত শোক সভায় সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। এ ছাড়া শোক সভা সফল করার জন্য ডাঃ শাহ আবুল খায়েরকে আহ্বায়ক ও এমরান মিয়াকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শোক সভা প্রস্তুতি কমিটি গঠন করা হয়।