স্টাপ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুলের প্রায় সাড়ে ৮লাখ টাকা আত্মসাত, স্কুল ফাকি, শিক্ষকদের হয়রানিসহ নানান অনিয়মের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। গতকাল মঙ্গলবার সকালে স্কুল ম্যানেজিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন স্কুলে যোগদান করার পর থেকেই বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। এছাড়াও স্কুলের ভবন নির্মানের টাকা ও স্কুলের বিভিন্ন আয়ের টাকাসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকা আত্মসাত করেন। যা নিয়ে একাধিক বার স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা হিসাব চাইলেও তিনি তা দেননি। এছাড়াও তার বিরুদ্ধে স্কুলে ক্লাস ফাকি ও শিক্ষকদের হয়রানিরও অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষক জাকির হোসেনকে সাময়িক বহিস্কার করা হয়।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তজম্মুল হক চৌধুরী এ প্রতিবেদককে সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান শিক্ষক জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।