স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে নুর আলম (৩০) নামে পকেটমারকে গ্রেফতার করেছে পুলিশ। সে বহুলা গ্রামের মৃত কালাই মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে কোর্ট প্রাঙ্গণে এক বিচারপ্রার্থীর পকেট থেকে টাকা হাতিয়ে নেয়ার সময় জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি কোর্ট প্রাঙ্গণে পকেটমারদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই আইনজীবি, পুলিশ ও বিচারপ্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। মাঝে মধ্যে তারা ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে পুনরায় অপকর্মে জড়িয়ে পড়ে।