মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥
বানিয়াচং-আজমিরীগঞ্জ হাওড়জুড়ে এখন কেবলই হাহাকার। ফসল হারানোর শোকে ঘরে ঘরে কান্না। চৈত্রের টানাবর্ষণ আর পাহাড়ী ঢলে সর্বস্বান্ত লাখো কৃষক। বানিয়াচং-আজমিরীগঞ্জের প্রত্যান্ত হাওরাঞ্চল প্রায় পুরো ফসলের মাঠই পানির নিচে। কৃষককের ঘাম ঝরানো ফসলের মাঠে বিস্তীর্ণ জলরাশি। কোথাও বুক পরিমান আবার কোথাও তার চেয়ে বেশী। হাওড় জুড়ে থাকা ফসলের মাঠ সপ্তাহের ব্যবধানে উধাও হয়ে গেছে। চোখের সামনে জমির কাঁচা ধান তলিয়ে যাওয়ার দুঃসহ দৃশ্য দেখে বুক চাপড়াচ্ছেন হাজারো কৃষক। অনেকেই একমাত্র ফসল হারিয়ে বাকরুদ্ধ। ধান পাকার আগেই এমন ফসলহানির শিকার নিকট অতীতে আর হননি হাওরবাসী। ক’দিন যাবত বৃষ্টিপাত না হলেও ক্রমশই হাওরে পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়-ক্ষতির পরিমানও। গতকাল পর্যন্ত বানিয়াচং-আজমিরীগঞ্জের দু’উপজেলায় ২৪ হাজার ২শ ৩০ হেক্টর ধানী জমি বানের পানিতে তলিয়ে গেছে। সরকারী হিসেবে টাকার অঙ্কে ক্ষতির পরিমান দাঁড়িয়েছে প্রায় ৪শ কোটি টাকার উপরে। বেসরকারী হিসেবে এর পরিমান আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে।
বানিয়াচং কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার পর্যন্ত বানিয়াচং উপজেলায় ১৫টি ইউনিয়নে ১৮ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে । টাকার অঙ্কে ক্ষতির পরিমান দাঁিড়য়েছে ২শ ৯২ কোটি ১১ লাখ ৮৪ হাজার।
এদিকে আজমিরীগঞ্জ উপজেলার কৃষি অফিসার মোঃ শরীফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল সোমবার পর্যন্ত আজমিরীগঞ্জ পৌরসভাসহ আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়নে ৬ হাজার ২শ ৩০ হেক্টর জমির ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ১শ ১ কোটি ১০ লাখ ৫৪ হাজার ২শ ৪০ টাকা।