স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে সালিশ বৈঠকে দুই দল লোকের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত টেটাবিদ্ধ শেখ আবিদ মিয়া (৩০), শেখ ফজর আলী (৬৫), আজগর আলী (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত নুর মিয়া (৬০), আক্কাস আলী (৫০), মন্নান মিয়া (৪০), রাজু মিয়া (২৬), জাবেদ (২৫), মামুন (১৮), ফজর আলী (৬০), কামাল (৫০), জাহাঙ্গীর (৫০) ও দুলাল (২৪) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের শেখ মুখলেছ মিয়ার সাথে নুর মিয়ার পুর্ব শত্র“তার জের ধরে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নুর মিয়া ও তার লোকজন মুখলেছ মিয়াকে মারধোর করে। এ ঘটনায় গতকাল ওই সময় সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালীন সময়েই উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ নিয়ে গতকাল দুপুরে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে উভয়পক্ষের লোকজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ আরেকপক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।