শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গল থেকে চুরি যাওয়া একটি সিএনজি হবিগঞ্জের অলিপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সিএনজি চোরকে আটক করা হয়। আটক চোরের নাম জুয়েল মিয়া।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম জানান, রবিবার দুপুরে শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার ওস্তার মিয়ার শ্বশুর বাড়ির সামনে থেকে কে বা কারা তার সিএনজিটি চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সিএনজির মালিক মুজিবুর রহমান থানায় অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুর থেকে সিএনজিসহ জুয়েলকে আটক করে।