নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুযুবকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক আহত হয়েছে। গত রবিবার সন্ধার পর ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত যুবকরে নাম সায়েদ মিয়া (১৮)। তিনি বানিউন গ্রামের শামীম আহমেদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধার পর সায়েদ মিয়া ও উমরপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নুরকাছ মিয়ার মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে নুরকাছ মিয়া পাশের একটি সেলুন থেকে চুল কাটার কেচি এনে সায়েদের শরীরে পরপর কয়েকটি আঘাত করে। সায়েদ গুরুতর আহত হয়। সায়েদের অবস্থা গুরুতর বলে পারিবারিক সূত্রে জানা গেছে।