স্টাফ রিপোর্টার ॥ কমিউনিটি পুলিশিং হবিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লায়ন মোঃ হিরাজ মিয়াকে আহ্বায়ক, রোটারিয়ান রাসেল চৌধুরীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা সদস্যরা হলো সাবেক কাউন্সিলর মকুল আচার্য্য, সাংবাদিক আলমগীর খান, সাবেক কমিশনার সামছু মিয়া, এডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া, সাবেক কাউন্সিলর সালমা আক্তার চৌধুরী, সমাজ কর্মী নিলুফা ইয়াসমিন, সাবেক সরকারী কর্মকর্তা আকবর হোসেন, এডভোকেট তুষার মোদক। এছাড়া হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হককে প্রধান সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।