স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী চুনারুঘাট থানার উবাহাটা গ্রামের রুবেল মিয়ার ছেলে পাভেল মিয়া। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে ২২ পিস ইয়াবা উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ থানার দারোগা শাহিনুর রহমান ও সুবির চন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ তাকে আটক করে। শায়েস্তাগঞ্জ থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।