প্রেস বিজ্ঞপ্তি ॥ ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিজয়ী ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আয়ারল্যান্ড প্রবাসী জাসদ নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান এবং বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি যুক্তরাজ্য প্রবাসী নাজমূল আজিজ জুবায়েরের বাংলাদেশে আগমণ উপলক্ষে হবিগঞ্জ জেলা জাসদের উদ্যোগে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জেলা জাসদের সভাপতি এডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফী। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে জাসদ, যুবজোট, ছাত্রলীগ (জাসদ)’র সকল নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল।