মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বটতলী এলাকা থেকে যাবজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই আবুল কাসেম ও এএসআই মাহবুব হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কামাল ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম পলাশ জানান, কামালের বিরদ্ধে ২০০৮ সালে দায়েরকৃত মাদক মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। সাজা হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।