শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থেকে ট্রান্সফরমার চুরির অভিযোগে নাছির উদ্দিন জনি তালুকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে চুরি হওয়া দুইটি ট্রান্সফরমারও উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাছির উদ্দিন তালুকদার শায়েস্তাগঞ্জ বিরামচরের জিলু মিয়া তালুকদারের পুত্র। গতকাল শুক্রবার রাত ৯টায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার তথ্যের ভিত্তিতে চোরাই দুটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়।
এদিকে এলাকাবাসী জানান, শায়েস্তাগঞ্জ থেকে পর পর ১০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরির কারণে অনেক এলাকাবাসীকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়েছে। সবগুলো চুরির সাথে নাছির উদ্দিন জড়িত থাকতে পারে বলে এলাকাবাসী দাবি করছেন। এ ব্যাপারে ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, জনির দেখানো মতে চোরাই দুটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।