প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা জমিয়তের উদ্যোগে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জমিয়তের সভাপতি আল্লামা তাফাজ্জুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উল্লাহর পরিচালনায় উমেদনগর মাদরাসা মিলনায়তনে কেন্দ্রীয় সদর আল্লামা আঃ মুমিন সাহেবের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আল্লামা তাফাজ্জুল হক সভাপতির বক্তব্যে বর্তমান সরকারের বিরোধী রাজনীতি নির্মূলের নীলনকশা বাস্তবায়নে বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন, জেল-জুলুম ও হয়রানীমুলক মিথ্যা মামলায় গ্রেফতারের সমালোচনা করে তা বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব, সাবেক ধর্মমন্ত্রী, বয়োবৃদ্ধ, শীর্ষ আলেমে দ্বীন, প্রবীণ রাজনীতিবিদ, শায়খুল হাদীস আল্লামা মুফতি ওয়াক্কাসের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা গ্রহণের জোর দাবী করেন।
বৈঠকে আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে হবিগঞ্জ সদর, বানিয়াচং, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী মনোনীত করা হয়। হবিগঞ্জ সদর চেয়ারম্যান পদে মাওলানা শামছুল হক সাদী (মুছা), ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মাওঃ মুহিবুর রহমান চৌঃ হেলাল, বানিয়াচং এ চেয়ারম্যান পদে মাওঃ আইয়ুব বিন সিদ্দীক, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মুফতি আব্দুল হান্নান, নবীগঞ্জে চেয়ারম্যান পদে মাওলানা রুহুল আমীন ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মুতাহির আহমদ, লাখাইয়ে চেয়ারম্যান পদে মাওলানা শামছুল হক, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মহিউদ্দিনকে সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনীত করা হয়।
সভায় সকল নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহবান জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ জয়নুল আবেদীন, মাওঃ আব্দুর রউফ, মাওঃ ওয়াজিদ আলী, শায়েখ মাওঃ ইয়াকুব মিয়া, মাওঃ গিয়াস উদ্দিন, মাওঃ আব্দুস শুকুর, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আব্দুল হক, মাওঃ তাজুল ইসলাম, মাওঃ আব্দুল বাছিত, মাওঃ সাইফুদ্দিন, মাওঃ আব্দুল হাফিজ, মাওঃ মুফতি ছিদ্দিকুর রহমান চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, মাওঃ মাসুকুর রহমান, জনাব আব্দুল কুদ্দুছ, মাওঃ শেখ ফজলুর রহমান, মাওঃ ক্বারী আব্দুল মন্নান, মাওঃ মনিরুজ্জামান, মাওঃ হিফজুর রহমান, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ নাজমুল ইসলাম সাদিক, মাওঃ আলী আহমদ, মাওঃ আব্দুল করিম, মাও ফখরুল ইসলাম বৈঠাখালী প্রমুখ।