চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে ও শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশে ৫৫ ব্যাটালিয়ন। শুক্রবার রাত সাড়ে ৯টায় চিমটিবিল বিজিবির নায়েক সুবেদার জয়েন উদ্দিন একদল বিজিবি জোয়ান নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজার বাজার এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করেন। অপরদিকে বিজিবি শনিবার ভোরে হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ১০৮ বস্তা গাজা উদ্ধার করে। মদ ও গাজার অনুমান মূল্য ৫ লাখ ২২ হাজার টাকা। এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।