মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ক্ষয়-ক্ষতির পরিমান বেড়েই চলেছে। বানিয়াচং ও আজমিরীগঞ্জের হাওরে গতকাল আরো ২ হাজার ৬শ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে বানিয়াচং হাওরে ২ হাজার হেক্টর এবং আজমিরীগঞ্জ হাওরে রয়েছে ৬শ হেক্টর জমি। গত দু’দিন বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পানির কারনে ক্রমশই হাওরে পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গতকাল শুক্রবার পর্যন্ত বানিয়াচং ও আজমিরীগঞ্জ দু’উপজেলার মোট ১৯ হাজার ১শ ১০ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। সরকারী হিসেবে দু’উপজেলায় এখন পর্যন্ত টাকার অঙ্কে ক্ষতির পরিমান দাঁিড়য়েছে প্রায় চারশ কোটি টাকার উপরে। বেসরকারী হিসেবে এ ক্ষতির পরিমান আরো বহু বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।