স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বাসাবাড়িতে ঘাম ঝরছে। অধিকাংশই বাসার মেঝে স্যাতস্যাতে অবস্থা। টাইলস করা এবং অপেক্ষাকৃত নিচু এলাকায় তৈরী করা বাসাবড়িতে এমন অবস্থা বেশী দেখা যাচ্ছে। শুকনা কাপড় দিয়ে মুছেও এ স্যাতস্যাতে অবস্থা কমানো যাচ্ছেনা। অনেকে বলাবলি করলেও এর সঠিক কারণ বের করতে পারছেন না। এদিকে এ অবস্থার কারণে অনেকের মধ্যে এক ধরণের আতঙ্ক সৃষ্টি হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিপাত হওয়ায় পর থেকেই এই অবস্থা দেখা যাচ্ছে। তবে ইতিপূর্বে কখনও এমন অবস্থা দেখা যায়নি বলে অনেকেই জানিয়েছেন। কেউ কেউ এটিকে দুর্যোগের পূর্বাভাস বলে মনে করছেন। আবার কেউ কেউ বলছেন, বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা যথাযথভাবে না হওয়ায় নিচের পানি দেয়ালে চুষে নিচ্ছে, যার ফলে মেঝে স্যাতস্যাতে অবস্থায় পরিণত হয়।