প্রেস বিজ্ঞপ্তি ॥ দৈনিক বরাক প্রতিদিন নামে নয়া একটি পত্রিকা প্রকাশের অনুমতি পেয়েছে। গতকাল হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ অনুমতি দিয়েছেন। সোমবার কার্যালয়ে পত্রিকার ঘোষণা ফরমে স্বাক্ষর করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। নবীগঞ্জ শহরের বাসিন্দা সুখেন্দু রায় বাবুল এর সম্পাদনায় এ পত্রিকাটি শীঘ্রই পাঠকের হাতে আসছে। পরে জেলা প্রশাসক পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুখেন্দু রায় বাবুলের হাতে ঘোষণা পত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ সেলিম তালুকদার প্রমুখ।