স্টাফ রিপোর্টার ॥ ১৭টি পদে অনুষ্টিত হচ্ছে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর দ্বি-বার্ষিক নির্বাচন। আজ থেকে বিক্রি করা হবে মনোনয়ন ফরম। আর এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মর্তুজা ইমতিয়াজ জানান, আজ সকাল ১১ থেকে থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোয়নপত্র বিক্রি করা হবে। নির্বাচনে আজীবন সদস্য ৩৫৯ জন এবং ৯৮৮ জন সাধারণ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২৯ এপ্রিল শনিবার হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের উত্তর প্রান্তের ভবনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে।
এদিকে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীতা জানান দিয়ে ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন প্রচার প্রচারণায়। স্ব-পক্ষে ভোটারদের ভাগিয়ে নিতে দিচ্ছেন বিভিন্নœ প্রতিশ্র“তি।