স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ১ সপ্তাহ ধরে অজ্ঞাত এক ব্যক্তি বিনা চিকিৎসায় পড়ে আছেন। ১ সপ্তাহ ধরে অনাহারে অর্ধাহারে পড়ে থাকলেও কেউ তার খবর নিচ্ছে না। ফলে বিনা চিকিৎসা আর অনাহারে দিনে দিনে দুর্বল হয়ে পড়ছেন ওই ব্যক্তি।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ প্ল্যাটফর্ম থেকে ষাটোর্ধ্ব অজ্ঞাত ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর থেকে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মেঝেতে পড়ে রয়েছেন। এরপর থেকে কেউ তার খোঁজ খবর নিচ্ছে না।
শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রচন্ড ক্ষুধায় ওই ব্যক্তি আশপাশের রোগীদের ফেলে দেয়া খাবার খাচ্ছেন। এ সময় তার সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি কথা বলতে পারেননি। তবে আকার ইঙ্গিতে তিনি বুঝাতে পেরেছেন কয়েকদিন ধরে তিনি না খেয়ে আছেন।
এ ব্যাপারে ওই ওয়ার্ডের দায়িত্বরত নার্সরা বলেন, যারা তাকে এখানে ভর্তি করেছেন তারা ভর্তি করেই দায়িত্ব শেষ করেছেন, আমরা ওই ব্যক্তিকে নিয়ে বিপদে আছি। এ ছাড়া যারা মেঝেতে থাকে তাদেরকে হাসপাতাল থেকে খাবার দেয়া হয় না।