স্টাফ রিপোর্টার ॥ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৭ পালন উপলক্ষে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে হাসপাতালের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক মোঃ শফিউল আলম, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ কায়ছার রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফী লিপি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ হায়াতুন নবী, দিবাকর রায়, স্বাস্ব্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লা শিকদার। এছাড়া ও বিভিন্ন এনজিও, নার্সিং ইন্সটিটিউট এর শিক্ষার্থী, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী ও সদর হাসপাতালের স্টাফ উপস্থিত ছিলেন।