আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কম্পিউটার অপারেটর ও তার সহযোগীকে ৫মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছে-ঘিলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে কম্পিউটার অপারেটর জুয়েল মিয়া ও তার সহযোগী মৌজপুর গ্রামের বিলাত মিয়ার ছেলে শাহীন মিয়া। পুলিশ জানায়, উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। পরে গৃহবধু এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে থানার এসআই মমিনুর ইসলাম গত রোববার রাতে তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের আদালতে হাজির করেন। সেখানে শুনানী শেষে ২ যুবককে ৫ মাসের কারাদন্ড দেন।