নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রাম কৃষ্ণসেবা সংঘের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ গোবিন্দ্র জিউর আখড়ায় বিবেকানন্দ ষ্টাডি এন্ড গবেষণা সেন্টার অফ আমেরিকার অর্থায়নে ও রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রফেসর ও সেবা সংঘের সভাপতি যতীন্দ্র দাশ সামন্ত। সাধারন সম্পাদক জগদিশ চন্দ্র দাশের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুদা রঞ্জন দাশ, অসুক তরু দাশ, পিযুশ কান্তি ঘোষ রানা, সদস্য প্রমথ চৌধুরী বেনু, ডাঃ নবী গোপাল দেবনাথ, ডাঃ রতীন্দ্র চন্দ্র দেব, সহ-সাধারন সম্পাদক উৎফল চৌধুরী পান্না, সুভাষ চন্দ্র দাশ, প্রজেশ রায় নিতন, উত্তম কুমার রায়, অনজিত দাশ লিটন, অর্জুন দাশ, নারয়ন দাশ প্রমুখ। সভা শেষে মেধাবী ছাত্রী সৈয়দ আজিজ হাবিবের বিথিকা দাশ, জে.কে স্কুলের কেয়া মালাকার, সৈয়দ আজিজ হাবিবের জুলেকা আক্তার কান্তা, হিরা মিয়া স্কুলের মাসুদা আক্তার ও হোমল্যান্ড স্কুলের পিংকি রানী দাশকে নগদ ২হাজার টাকাসহ সনদপত্র বিতরণ করা হয়।