স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে চোর-ডাকাত দমনে পুলিশের সাড়াশী অভিযানে ধরা পড়েছে আন্তঃজেলা ডাকাতদলের চিহ্নিত ৩ সদস্য। এসময় গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে উপজেলার কচুয়াদি গ্রাম থেকে তল্লাশী চালিয়ে পুলিশ মোবাইল টাওয়ারের প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ২৪ টি ব্যাটারী উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের অভিযান চলছিল। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার কচুয়াদি গ্রামের আমির আলীর পুত্র আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ছালেক মিয়া (৩০), স্বর্ণরেখ প্রকাশিত মীরের গাও গ্রামের হায়দর আলী (৪২) ও চুনারুঘাটের নরপতি গ্রামের আব্দুল হক (৩১)। এদের মধ্যে হায়দর আলীর পুত্র মোহম্মদ আলী (২২) গত রমজান মাসে নবীগঞ্জে মোবাইল টাওয়ারে ডাকাতিকালে ১১ সহযোগিসহ গ্রেফতার হয়েছিল। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছালেকসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মোবাইল টাওয়ারসহ বিভিন্ন স্থানে চুরি ডাকাতি সংঘটিত করে আসছিল। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ছালেকসহ ১৫/২০জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে বাহুবলের সফিয়াবাদ গ্রামের পূর্ব দিকে চাতলের মাঠে বসে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সংবাদ জানতে পেরে বাহুবল মডেল থানার ওসি অহিদুর রহমান পিপিএম এর নির্দেশে এসআই সোহেল মাহমুদ, এসআই হরিদাস ও এএসআই জিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এসময় মৌলভীবাজারের বাউরবাগ গ্রামের মাসুক মিয়ার পুত্র মিনহাজ (২২) ও আব্দুল্লাহ মিয়ার পুত্র ফজরুল (২৩)কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও বাহুবল এলাকার আলোচিত গাড়ী ছিনতাই চক্রের সদস্য পালিয়ে যায়। কয়েক মাস পূর্বেও সাতগাঁও এলাকা থেকে চালককে পাহাড়ে নিয়ে বেধে সিএনজি ছিনতাই করে নিয়ে যাবার সময় অবস্থা বেগতিক দেখে সিএনজি ফেলে রেখেই তার সহযোগিসহ পালিয়ে যায়। এসময় তাদের ব্যবহৃত (নং ঢাকা মেট্রো-গ-১৩-১৬৫৪) একটি প্রাইভেট কার আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এদের দেয়া তথ্যের সূত্র ধরে গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে এসআই হরিদাস ও এসআই সোহেল মাহমুদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ছালেক মিয়া, হায়দর আলী ও আব্দুল হককে গ্রেফতার করে। রাতে তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।