মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ প্লাবিত হচ্ছে আরো নতুন নতুন এলাকা। ২৪ ঘন্টার ব্যবধানে বানিয়াচং-আজমিরীগঞ্জের হাওরে আরো ৬ হাজার ৩শ ৮০ হেক্টর জমির ধান বানের পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে বানিয়াচং হাওরে ৫ হাজার ৪শ ৫০ হেক্টর এবং আজমিরীগঞ্জ হাওরে ৯শ ৩০ হেক্টর জমি। টানা বর্ষনে এবং উজান থেকে নেমে আসা পানির স্রোতে বাঁধ ভেঙ্গে বানিয়াচং ও আজমিরীগঞ্জ দু’উপজেলার বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৬ হাজার ৩শ ২০ হেক্টর জমির ধান প্লাবিত হয়েছে। সরকারী হিসেবে দু’উপজেলায় এখন পর্যন্ত টাকার অঙ্কে ক্ষতির পরিমান দাঁিড়য়েছে প্রায় আড়াইশ কোটি টাকার উপরে। বেসরকারী হিসেবে এ ক্ষতির পরিমান আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে। বানিয়াচং কৃষি অফিসের তথ্য মতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়নের হোন্ডারবাটি, পুরানবন্দ, সুলকের বন, চিটারবন্দে তলিয়ে গেছে ৭শ ৫০ হেক্টর, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নে নলাইপুর, সিংগুয়া, জুনাইরাবন, কর্নপুর, যাত্রাদিঘী, সানখোলা, গঙ্গারজল, ধুমবন্দে তলিয়েছে ৮শ ৫০ হেক্টর, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের তেলুকমা, মাগরী ও টেটুয়ামাটের ২শ হেক্টর, ৪নং দক্ষিন পশ্চিম ইউনিয়নের দলাইমুখ ও খইয়াজোড়াবন্দের ২শ হেক্টর, ৫নং দৌলতপুর ইউনিয়নের করচা, আইড়িয়ামুগুর ও দৌলতপুর হাওরে ৬শ ৫০ হেক্টর, ৬নং কাগাপাশা ইউনিয়নের লোহাজুড়ি, বাগহাতা, মকা ও হারুনীবন্দের ৭শ হেক্টর, বড়ইউড়ি ইউনিয়নের চাকুয়া, হানপিয়া, ঘোরারচর, নোয়াবাদ, ধাইরেরবন, হিংগুয়া, হুগলিয়া, বেগাইবন, আকতিবিলবন্দের ৫শ ৫০ হেক্টর, খাগাউড়া ইউনিয়নের গুনই, বাঘজুড়, বারগাও, সন্দলপুরবন্দের ৫শ হেক্টর, পুকড়া ইউনিয়নের বাহারীবন, কানিনা, নরইনা, বারচর, কান্দিনামাবন্দের ৫শ ৫০ হেক্টর, সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া, নলুয়া, বাগহানী, চড়বন, নোয়াবন, আলমপুর, বাঘজোড়বন্দের ৮শ হেক্টর, মক্রমপুর ইউনিয়নের মক্রমপুর, রাহাবাদ, দক্ষিনপুর, বরকান্দিবন্দের ৪শ হেক্টর, সুজাতপুর ইউনিয়নের ইকরাম, মধুপুর, বাল্লা, শতমূখা ও সুজাতপুর হাওরের ১৫শ ৫০ হেক্টর, মন্দরী ইউনিয়নের আগুয়া, কাওরাকান্দি, মন্দরী, সুনারামপুর, শ্রীরামপুর, টুপিয়াজুড়ি, উত্তর সাঙ্গর, জলিলপুর, দুলালপুর ও রোজাপুরবন্দের ১৮শ হেক্টর, মুরাদপুর ইউনিয়নের মাটিকাটা, রায়পুর, মর্দনপুর, গানপুর ও ইসলামপুর, বিথঙ্গলবন্দের ৯শ হেক্টর, পৈলারকান্দি ইউনিয়নের বসন্তপুর, কুমড়ী, পৈলারকান্দি, বাগতলা, নজরপুর, ডেঙ্গারখলা, আলমনগর ও বাগতলাবন্দের ১হাজার হেক্টর ধানী জমিতে ইতিমধ্যে তলিয়ে গেছে। এদিকে আজমিরীগঞ্জ উপজেলার কৃষি অফিসার মোঃ শরীফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ উপজেলায় এ বছর বোরো আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল হয়েছিল ১৪ হাজার ৯শত ৫০ মেট্রিকটন। অকাল বন্যায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আজমিরীগঞ্জ পৌরসভাসহ আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়নে ৫ হাজার ২০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।