রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

মাশরাফির বিদায়ী ম্যাচে বাংলাদেশের জয়

  • আপডেট টাইম শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৪৫৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৫ রানের জয় পেল টাইগাররা। আর এই জয়ের মধ্য দিয়ে তিন ড্রয়ে শেষ হলো টাইগারদের লঙ্কা মিশন। বৃহস্পতিবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলতে নেমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার দলকে দুরন্ত সূচনা দিয়েছেন। পাওয়া প্লে’তে (প্রথম ৬ ওভার) বাংলাদেশকে ৬৮ রান এনে দিয়েছেন তারা। দলীয় ৭১ রানে গুনারতেœর বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য, ব্যক্তিগত ৩৪ রানে (১৭ বলে); ৬.৩ ওভারে। সৌম্য আউট হওয়ার কিছু পরে ব্যক্তিগত ৩৬ রানে (২৫ বলে) রান আউট হয়েছেন ইমরুল। এরপর দলের হাল ধরেছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান।
এ জুটিতে ৪৬ রান পেয়েছে বাংলাদেশ। দলীয় ১২৪ রানে সাঞ্জায়ার বলে বোল্ড হন সাব্বির; ব্যক্তিগত ১৯ রানে। সাকিব বিদায় নেন দলীয় ১৩৯ রানে; ১৬ ওভারে। এরপর ১৭.১ ওভারে বিদায় নেন মোসাদ্দেক হোসেন সৈকত।ফলে দুরন্ত শুরুতেই বড় সংগ্রহের যে সম্ভবনা হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে, তা হঠাৎ রং হারাতে শুরু করে।
ম্যাচ শুরু বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায়, কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে। মাশরাফি বিন মর্তুজার দলের জন্য এটি সিরিজ বাঁচানোর ম্যাচ। কারণ, প্রথম টি২০ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফি বাহিনীর জন্য।
এদিকে, সিরিজ বাঁচানোর পাশাপাশি অধিনায়ক মাশরাফির জন্যও এই ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ দল। কেননা, এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মাশরাফি। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে মাশরাফির শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় তার সতীর্থরা।
এই ম্যাচ দিয়েই এবারের শ্রীলঙ্কা সফর শেষ করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে টাইগাররা। এরপর দুই দলের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও ১-১ সমতায় শেষ হয়েছে; দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ওপেনার তামিম ইকবাল ম্যাচ খেলছেন না। তার পরিবর্তে রয়েছেন ইমরুল কায়েস। অন্যদিকে, পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি২০ ম্যাচে মিরাজের অভিষেক। শ্রীলঙ্কান একাদশে কোনো পরিবর্তন নেই; প্রথম টি২০ ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে স্বাগতিকরা।এই ম্যাচের মধ্য দিয়েই লাল-সবুজের অধিনায়ক মাশরাফি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানছেন। বাংলাদেশের হয়ে রেকর্ড ২৮বার নেমেছেন টি-টোয়েন্টিতে টস করতে। দুটি পরিবর্তন আসে বাংলাদেশ একাদশে। পিঠের ইনজুরির কারণে নেই তামিম ইকবাল। তার জায়গায় দলে আসেন ইমরুল কায়েস। এদিকে, ৫৭তম টি-টোয়েন্টি টাইগার ক্রিকেটার হিসেবে দলে অভিষেক হয় মেহেদি হাসান মিরাজের। পেসার তাসকিনের জায়গায় দলে আসেন মিরাজ। লঙ্কানরা অপরিবর্তিত রাখে তাদের একাদশ।
বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।
শ্রীলঙ্কা একাদশ : কুসল পেরেরা (উইকেটরক্ষক), দিলশান মুনাবিরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, আসেলা গুনারতেœ, মিলিন্দা সিরিবর্ধানে, থিসারা পেরেরা, সেকুজে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com