স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন মডেল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য অ্যাডঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এজিপি ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অ্যাডঃ আব্দুল মোছাব্বির বকুল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর কাউন্সিলর অর্পণা বালা পাল, হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল কালাম, ম্যানেজিং কমিটির সদস্য সেলিম মিয়া, রঞ্জিত রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, টাউন মডেল বালিকা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শুকতা রানী দেব প্রমুখ।