স্টাফ রিপোর্টার ॥ ‘খেলাধুলায় এগিয়ে আসুন, সন্ত্রাস ও জঙ্গীবাদকে ঘৃণা করুন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা স্থানীয় জালাল স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বক্তৃতা করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি মর্তুজ আলী, কোষাধ্যক্ষ অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, সফিকুল আলম হিরাজ ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।