মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- আমার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত উপজেলার আপামর জন সাধারনের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি মনে প্রানে বিশ্বাস করি আল্লাহ’র সন্তুষ্টি অর্জন করতে হলে মানুষকে ভালবাসতে হবে, তাদের কল্যাণে কাজ করতে হবে। এ বিশ্বাস নিয়েই দীর্ঘদিন উপজেলাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রাকৃতিক দূযোর্গসহ শিক্ষা বিস্তারে আমি ও আমার পরিবার উপজেলাবাসীর পাশে থেকেছি। প্রায় ৩৫ বছর আগে পল্লী বিদ্যুৎ সমিতি গঠন করে গ্রামে গ্রামে গিয়ে মাত্র ৫ টাকার বিনিময়ে সদস্য করে গ্রাম থেকে গ্রামান্তরে বিদ্যুতের আলো পৌছে দিয়ে উপজেলাকে আলোকিত করেছিলাম। তাছাড়া শিক্ষা বিস্তারে আমি ও আমার পরিবার বহু শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলেছি আমাদের নিজস্ব অর্থ দিয়ে। তাই আসন্ন নিবার্চনে আমাকে আনারস প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি গতকাল সোমবার উপজেলার ছাতিয়াইন, একতিয়ারপুর, শ্রীমতপুর, দাসপাড়া, পিয়াইম, সাকুশাইল, শিমুলঘরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং মত বিনিময়কালে এ কথা বলেন। এ সময় শহিদুল ইসলাম বাবু, মাসুক মেম্বার, মলাই মিয়া, জালাল উদ্দিন, নূর মহালদার, আবু নাসের মোঃ জামাল, সফিক মিয়া, মোস্তফা কামাল বাবুলসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।