এক্সপ্রেস ডেস্ক ॥ বিশ্বব্যাপী মানুষের শারীরিক অসুস্থতা ও অক্ষমতার অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে অবসাদ বা বিষাদগস্থতা। বর্তমানে পৃথিবীর ৩০ কোটি মানুষ অবসাদে ভুগছে। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে তাদের জরিপের প্রতিবেদন প্রকাশ করেছে।
২০০৫ সাল থেকে ১৮ শতাংশ মানসিক অবসাদগ্রস্থ রোগীর সংখ্যা বেড়ে গেছে। এদের মধ্য থেকে ১ লাখ রোগী মানসিক চিকিৎসার সুযোগ পেলেও বাকিরা লোকলজ্জার ভয়ে কোন চিকিৎসাই গ্রহণ করছেন না। অথচ তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করা খুবই জরুরী। তাছড়া স্বাস্থ্যকর জীবন যাপন করাও দরকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গরেট চান এ বিষয়ে বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে গণসচেতনার বাড়ানোর লক্ষ্যে তারা কাজ করে চলেছেন। বিশ্বের প্রতিটি দেশেই এ বিষয়ে নতুন করে চিন্তা করার সময় হয়ে গেছে। মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা ও লোকলজ্জার ভয় কাজ করে তা থেকে মুক্তির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রচারণা চালাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক শেখর সাক্সসেনা বলেন, যখন কেউ অবসাদে ভুগে তখন তার উচিৎ বিশ্বস্ত কারো সঙ্গে বিষয়টি শেয়ার করা। মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসার জন্য এটাই হবে তার প্রথম পদক্ষেপ। অবসাদ একটি সাধারণ মানসিক রোগ যা প্রবল দুঃখবোধ, আগ্রহ হারিয়ে ফেলা এবং দৈনন্দিন কাজের সক্ষমতার অভাব এসব থেকেই মূলত শুরু হয়। আর অবসাদ থেকে জটিল মনোদৈহিক রোগের সৃষ্টি হয়। মাদকাসক্ত, আত্মহত্যার প্রবণতা, ডায়াবেটিক ও হৃদরোগের মতো জটিল রোগের সৃষ্টি হয় অবসাদ থেকে। এই রোগগুলোকে নীরব প্রাণঘাতী রোগ বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করে বলেছে, উন্নত দেশগুলোতে মানসিক রোগের চিকিৎসা শুরু হলেও দরিদ্র দেশগুলো এখনো এ বিষয়টি সম্পর্কে ভালো করে জানেই না। তাই পৃথিবীর প্রত্যন্ত প্রান্তেও মানসিক রোগের ভয়াবহতা সম্পর্কে গণসচেতনা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছে। এনডিটিভি, সম্পদনা: রবিউল