মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥
টানাবর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির স্রোতে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে বানিয়াচং ও আজমিরীগঞ্জ দু’উপজেলার কয়েকটি হওর প্লাবিত হয়ে গেছে। প্রায় ৯ হাজার ৯৪৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। বানিয়াচঙ্গে ২২টি বাঁধের মধ্যে ইতিমধ্যে ৮টি সম্পূর্ণ এবং ৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য বাঁধগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব বাঁধরক্ষায় স্বেচ্ছাশ্রমে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী। সরকারী হিসেবে দু’উপজেলায় এখন পর্যন্ত টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ দাঁিড়য়েছে প্রায় দেড়শত কোটি টাকার উপরে। বাকী বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বানিয়াচং কৃষি অফিসের তথ্য মতে গতকাল বুধবার পর্যন্ত বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়নের হোন্ডারবাটি, পুরানবন্দ, সুলকের বন, চিটারবন্দে তলিয়ে গেছে ৭শ হেক্টর, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের নলাইপুর, সিংগুয়া, জুনাইরাবন, কর্নপুর, যাত্রাদিঘী, সানখোলা, ধুকবন্দে তলিয়ে গেছে ৮শ হেক্টর, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের তেলুকমা ও টেটুয়ামাটের ১শ হেক্টর, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের দলাইমুখ ও খইয়াজোড়াবন্দের ১শ হেক্টর, ৫নং দৌলতপুর ইউনিয়নের করচার হাওরে ৫শ হেক্টর, ৬নং কাগাপাশা ইউনিয়নের লোহাজুড়ি, বাগহাতা ও হারুনীবন্দের ২শ হেক্টর, ৭নং বড়ইউড়ি ইউনিয়নের চাকুয়া, হানপিয়া, ঘোরারচর, নোয়াবাদ, ধাইরেরবন, হিংগুয়া, হুগলিয়া, বেগাইবন, আকতিবিলবন্দের ২শ ৫০ হেক্টর, ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই, বাগজুড়, বারগাও, সন্দলপুর বন্দের ২শ৫০ হেক্টর, ৯নং পুকড়া ইউনিয়নের বাহারীবন, কানিনা, নরইনা,বারচর, কান্দিনামাবন্দের ৫শ হেক্টর, ১০নং সুবিদপুর ইউনিয়নের বাটিপাড়া, নলুয়া, বাগহানী, চড়বন, নোয়াবন, আলমপুর, বাগজোড়বন্দের ৫শ হেক্টর, ১১নং মক্রমপুর ইউনিয়নের মক্রমপুর, রাহাবাদ, দক্ষিণপুর, বরকান্দিবন্দের ১শ ৫০ হেক্টর, ১২নং সুজাতপুর ইউনিয়নের সুজাতপুর হাওরের ৫শ হেক্টর, ১৩ নং মন্দরী ইউনিয়নের আগুয়া, কাউরিয়াকান্দি, মন্দরী, রাজাপুরবন্দের ২শ হেক্টর, ১৪নং মুরাদপুর ইউনিয়নের মাটিকাটা, ইসলামপুর, বিথঙ্গলবন্দের ৩শ হেক্টর, ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের বসন্তপুর, কুমড়ী, পৈলারকান্দি, বাধচলাবন্দের ৭শ হেক্টর ধানী জমি ইতিমধ্যে তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ জানান, মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে সার্বক্ষণিক কৃষকদের পাশে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান। এদিকে আজমিরীগঞ্জ উপজেলার কৃষি অফিসার মোঃ শরীফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ উপজেলায় এ বছর বোরো আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১৪ হাজার ৯শত ৫০ মেট্রিক টন তন্মধ্যে অকাল বন্যায় ইতিমধ্যে আজমিরীগঞ্জ পৌরসভায় ২শত ৭৫ হেক্টর, আজমিরীগঞ্জ সদরে ৩ হেক্টর, পাহাড়পুর ইউনিয়নে ১২শ ৫০ হেক্টর, জলসুখা ইউনিয়নে ৭শ৫০ হেক্টর, কাকাইলছেও ইউনিয়নে ১৪শ৭০ হেক্টর এবং শিবপাশা ইউনিয়নের ৫০ হেক্টর ধানী জমি পানিতে তলিয়ে গেছে। তিনি আরো জানান, এ মৌসুমে নদীর পানি ৫শ ৪৮সেন্টিমিটারে থাকার কথা থাকলেও তা রয়েছে ৭শ ২৯ সেঃ মিটারে যা বিপদ সীমার ১শ ৮১ সেঃ মিটারের উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে।