প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউম্দা ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গোল গোল আহমদ কাজল এবং যুগ্ম আহ্বায়ক মোঃ রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু ও লোকমান আহমেদ খান এ কমিটি অনুমোদন প্রদান করেন।
নবগঠিত ১৩নং পানিউম্দা ইউনিয়ন যুবলীগের কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি এখলাছুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনসুর আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মুহিত মিয়া। নবগঠিত কমিটি নেতৃবৃন্দকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নিকট জমা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।