শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

উত্তপ্ত নবীগঞ্জের কানাইপুর সংঘর্ষে পুলিশসহ আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৪৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘদিন নীরব থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রাম। আধিপত্য বিস্তার ও নেতৃত্বকে কেন্দ্র করে এ অবস্থা শুরু হয়েছে। গতকাল বুধবার বিকালে উভয় পক্ষে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নবীগঞ্জ থানার এসআইসহ অনন্ত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের সিলেট ও নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছে ওই গ্রামের রঙ্গিলা মিয়া এবং অপর পক্ষে আসাম উদ্দিন। গত দু’দিন ধরে ওই এলাকার জনপদ উত্তপ্ত হয়ে উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্র তৈরী করে সংঘর্ষের প্রস্তুতি নিয়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকার কথা দু’দিন ধরেই শোনা যাচ্ছিলো। খবর পেয়ে পুলিশ দু’দিন আগেই ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে দাঙ্গা হাঙ্গামা না করার জন্য সর্তক করে দিয়ে আসেন। গতকাল বুধবার বিকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে ওসি (অপারেশন) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নেতৃত্ব নিয়ে সাবেক মেম্বার ইসমত মিয়ার পিতা রঙ্গিলা মিয়া ও প্রাক্তন মেম্বার ফরজ আলী, বারিকগংদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা চলে আসছিল। একাধিক মামলাও রয়েছে। এক পর্যায়ে তৎকালীন ওসি’র নেতৃত্বে উভয় পক্ষ’কে নিয়ে নবীগঞ্জ থানায় শালিস বৈঠক বসে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি হয়। এর পর থেকে কানাইপুর গ্রামে শান্তি বিরাজ করে আসছে। সম্প্রতি ছোট দু’বাচ্চার ঘটনাকে কেন্দ্র করে গত ক’দিন ধরে দেশীয় অস্ত্র-শস্ত্র তৈরী করে উভয় পক্ষ মজুদ করে বিভিন্ন স্থানে। পুরো গ্রাম মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠে। সাধারণ মানুষ এ অবস্থায় চরম আতংক ও উৎকন্ঠায় জীবন যাপন করছেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান এর নির্দেশে একদল পুলিশ কানাইপুর গিয়ে উভয় পক্ষকে দাঙ্গা হাঙ্গামা না করার জন্য শাসিয়ে আসেন। এরপরও দমে থাকেনি তাদের উত্তেজনা। এমতাবস্থায় গতকাল বুধবার রঙ্গিলা মিয়ার পক্ষের জনৈকা বয়স্ক মহিলাকে একা পেয়ে মতিন ও বারিকের লোকজন মারপিট করে। খবর পেয়ে রঙ্গিলা মিয়া পক্ষের লোকজন প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত রাজা মিয়া (৩৭)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকী আহত রঙ্গিলা মিয়া (৭০), তার ছেলে মুহিব উল্লা (৪৫), পুত্রবধু করিমা বেগম (৩৫), রুবেল মিয়া (২২), নাজিম উদ্দিন (৩০), আকাশ মিয়া (২০) ও মংলা মিয়া (৪০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকীদের চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় ইটপাটকেলে আঘাতে নবীগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম আহত হয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com