প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল কেন্দ্রীয় সংসদের কার্যকরী কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিন গতকাল সোমবার বিকাল ৪টা থেকে টানা ৬টা পর্যন্ত কটিয়াদি, সুলতানশী, হাতিরথান, ধোপাখাল বাজারে ব্যাপক গণ সংযোগ করেছেন। এ সময় তার সাথে ছিলেন, ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ, যুবদল নেতা আবুল খায়ের সাস্তু, সামছু মিয়া, মোঃ দ্বীন ইসলাম, ছালেক মিয়া, শাহ আলম, রোমান মিয়া, সোহেল রানা, আলফু মিয়া, রমজান আলী, জমির আহমেদ, মনসুর আলী, হামিদ মিয়া, ফজলু মিয়া, ইমন মিয়া, ননু মিয়া, শাহিন মিয়া, পারভেজ, সেলিম, আরজত আলী, জলিল, মান্না, কাদির প্রমূখ। গণসংযোগকালে মহিবুল ইসলাম শাহীন সকলের দোয়া-আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।