স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রীজ এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত ৮টায় সদর থানার এএসআই বিকাশ চন্দ্র দাশ ও হরিধন দাশের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হল সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র রুমান আক্তার (২৫), মুহিদ মিয়ার পুত্র রাসেল মিয়া (২৮) ও বানিয়াচং উপজেলার জোড়ানগর গ্রামের বিমল দাশের পুত্র সুমন দাশ (৪০)। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।