স্টাফ রিপোর্টার ॥ নুরপুর ইউনিয়নে মানসম্মত শিক্ষা, জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ এবং বাল্য বিবাহ নিরোধের লক্ষ্যে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। গতকাল সোমবার দুপুরে ৭নং নূরপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অলক কুমারের পরিচালনায় এবং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম।
জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, সমাজে মাদকাসক্তদের কোন জায়গা নেই। সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে কাজ করলে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব। জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ জনগণ এগিয়ে এলে কোন কিছু অসম্ভব নয়। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি পরিবারের সদস্যদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আজাহারুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মাকসুদা বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন, সমাজ সেবক আদিল হোসেন জজ মিয়া, ইউপি সদস্য আসকির মিয়া, নুরুল ইসলাম এংরাজ, সজীব চৌধুরী, ইমাম কদ্দুসী নুরী, খুসবা বেগম প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি সদস্যসহ এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।