বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবারের মত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ১০ফেব্র“য়ারী সোমবার বাংলা বিষয়ে অর্ধশত ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বলে কেন্দ্র সচিব প্রকৌশলী বশির উদ্দিন আহমেদ জানান। অত্যন্ত শিক্ষা বান্ধব পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্র পরিদর্শন শেষে বানিয়াচং এর ইউএনও এস.এম মনীর উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছফিউল্লা সরকার এবং হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন)এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন।