প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে বর্ণাঢ্য সমারোহে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমাবার সাগর দিঘীর পশ্চিম পাড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা ছাত্রশিবির (উত্তর) সভাপতি জহিরুল ইসলাম ও (দক্ষিণ) এর সভাপতি মোঃ এনামুল হক এর নেতৃত্বে শোভাযাত্রাটি স্থানীয় বড় বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গ্যানিংগঞ্জ বাজারে গিয়ে এক পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। পথসভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্রশিবির এর সভাপতি মোঃ খলিলুর রহমান, বানিয়াচং উপজেলা জামায়াত এর আমীর কাজী মাওলানা আব্দুর রাজ্জাক খান, জেলা ছাত্রশিবির এর সাবেক সভাপতি মাওলানা তাছলিম আলম, উপজেলা ছাত্রশিবির এর সাবেক সভাপতি শাহ মোঃ আলাউদ্দিন, উপজেলা জামায়াত এর প্রচার সম্পাদক সৈয়দ মোঃ ফয়সল আহমেদ, জেলা ছাত্রশিবির এর সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান খান, জেলা ছাত্রশিবির এর ছাত্রকল্যাণ সম্পাদক সামছুদ্দোহা প্রমূখ। বক্তারা বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্র“য়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়েছিল। আজকে সময়ের ব্যবধানে হাটি হাটি পা পা করে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসমাজের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আজকে সারাদেশে ছাত্রশিবিরের উপর যে জুলুম-নির্যাতন চলছে তা ধৈর্য সহকারে মোকাবেলা করে আদর্শ ও নৈতিকতার ঝান্ডা এগিয়ে নিয়ে যাচ্ছে। এ কারণে ছাত্রশিবির এদেশের ছাত্রসমাজের প্রিয় সংগঠন হয়ে টিকে রয়েছে। পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কামাল উদ্দিন, শিবির নেতা সৈয়দ নাজমুল হক, আব্দুল হাকিম, সাজ্জাদ খান, শাহ আলম, আমীর হোসেন, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমূখ।