শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

দলীয় কার্যক্রমকে গতিশীলের লক্ষে জেলা বিএনপির পরামর্শ সভা

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৪৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডঃ এম এ নুর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি এডঃ শামছু মিয়া চৌধুরী, এডঃ মঞ্জুর উদ্দিন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান রশিদ এমরান, এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, ডাঃ আহমুদুর রহমান আব্দাল, হাজী নুরুল ইসলাম, কামাল উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, আবুল হাশিম, এডঃ এস এম বজলুর রহমান, গীরেন্দ্র চন্দ্র রায়, মহিবুল ইসলাম শাহিন, হাজী শফিকুল ইসলাম, কবির হোসেন, এডঃ আব্দুল হাই, মোঃ আব্বাস উদ্দিন, আকাদ্দস মিয়া বাবুল, গোলাম ফারুক, মহিবুর রহমান সেফু, লিয়াকত হাসান, ফরহাদ হোসেন বকুল, নাজমুল হাসান চৌধুরী, আব্দুস সামাদ মাষ্টার, মোঃ ফজলুর রহমান, কুতুব উদ্দিন, মোঃ করম আলী, তানভির আহমেদ জুয়েল, মোঃ দিদার হোসেন প্রমুখ। এছাড়া সভায় জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ সম্পাদক জি কে গউছ বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই, মৌলিক অধিকার নেই, মানবাধিকার নেই, জান মালের নিরাপত্তা নেই। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপির সেই জনপ্রিয়তা আছে, মানুষের সমর্থনও রয়েছে। মানুষ ভোট দিতে পারলেই বিএনপি ক্ষমতায় আসবে। এ জন্য বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে মানুষের পাশে দাড়াতে হবে। দলকে সংগঠিত করতে হবে।
তিনি বলেন, দলকে সংগঠিত করতে ঐক্যের বিকল্প নেই। তাই সকল ভেদাভেদ ভুলে দলের স্বার্থে সকলকে এক প্লাটফরমে দাড়িয়ে কাজ করতে হবে। কাউন্সিলের মাধ্যমে প্রত্যেকটি ইউনিট কমিটি গঠন করতে হবে। কারও বাসার ড্রয়িং রুমে বসে পকেট কমিটি গঠন করা হবে না। যারা মাঠে কাজ করেছেন তারাই নেতা হবেন।
সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে আগামীতে সকল আন্দোলন সংগ্রাম ও দলীয় কার্যক্রম পরিচালনায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভার শুরুতেই জেলা বিএনপির পক্ষ থেকে মেয়র জি কে গউছকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com