মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরি কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার সমিতির উপদেষ্টা পরিষদের আহবায়ক ইলিয়াছ উল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল হকের পরিচালনায় ব্যবসায়ীদের সাধারণ সভায় আগামী ১৯ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সভায় বিদায়ী কার্যকরি কমিটির আয়-ব্যয়ের হিসাব অডিট করার জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক যোদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলীকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়। অডিট কমিটির অপর দুই সদস্যরা হলেন কামরুল ইসলাম সজলু ও সিরাজুল ইসলাম। বিদায়ী কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেয়ায় উপদেষ্টা পরিষদের নেতৃত্বাধীন ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সাথে তাকে অন্তর্ভূক্ত করা হয়। নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার পর থেকেই সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সভাপতি পদের জন্য বিদায়ী কমিটির সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদীন ও সাবেক সভাপতি আলহাজ¦ হারুন মিয়া, সাধারণ সম্পাদক পদের জন্য সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক সর্দার আজিমুল হক স্বপন, বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, ব্যবসায়ী আঙ্গুর মিয়া ও শামছুল আলম খান তোফা, সহ-সভাপতি পদের জন্য বিদায়ী কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, নুরুল আমীন, সাবেক প্রচার সম্পাদক মহিউদ্দিন ও সাবেক ক্রীড়া সম্পাদক খালেদুর রহমান খালেদ, যুগ্ম সম্পাদক পদের জন্য বিদায়ী কমিটির প্রচার সম্পাদক আলী আকবর ও সাংবাদিক সাইফুল ইসলাম সেলিম প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শুনা যাচ্ছে। তারা ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ সাংবাদিক সাহিদুর রহমান, ক্রীড়া ও দপ্তর সম্পাদক পদে বিদায়ী কমিটির ক্রীড়া ও দপ্তর সম্পাদক হাফিজ উদ্দিন এবং প্রচার সম্পাদক পদে নতুন মুখ আশরাফ হোসেন সামু প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শুনা যাচ্ছে। এছাড়া ৪টি সদস্য পদের জন্য এখন পর্যন্ত আব্দুল মান্নান ছাড়া আর কেউ মাঠে নামেননি।
উল্লেখ্য, প্রতি ৩ বছর পর পর ১২টি পদে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।