চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বোরো ক্ষেতে পানি সেচের জন্য টানানো বিক্ষ্যুতের তারে জড়িয়ে এক রাজমিস্ত্রির মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে গাজীপুর ইউপি’র জারুলিয়া ও আহম্মাদাবাদ ইউপি’র বনগাও গ্রামের মধ্যবর্তী একটি স্থানে। নিহত হেলাল মিয়া (২৮) জারুলিয়া গ্রামের ফিরোজ মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেলাল মিয়া ঘাস কাটতে ভুইচড়া নদীর পাড়ে আসেন। ঘাস কেটে বাড়িতে নিয়ে যাবার সময় বনগাও গ্রামের আঃ কাইয়ুম মিয়ার বোরো ক্ষেতে পানি সেচের জন্য টানানো বিদ্যুতের তারে হেলাল জড়িয়ে যান। কিছুক্ষণ পর তিনি মারা যান। হেলাল ২ সন্তানের জনক।